সর্ব সমক্ষে ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে…রায়দানের পরেই সোচ্চার যোগী
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বুধবার বাবরি মসজিদ নিয়ে রায় ঘোষণা করেছে সিবিআই-এর বিশেষ আদালত। এদিন সকল অভিযুক্তকে বেকসুর খালাস করেছেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। এবার এই নিয়ে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন: বাবরি মামলায় জয় আডবাণীর, শুভেচ্ছা নাড্ডা, অমিত শাহের
सत्यमेव जयते!
CBI की विशेष अदालत के निर्णय का स्वागत है।
तत्कालीन कांग्रेस सरकार द्वारा राजनीतिक पूर्वाग्रह से ग्रसित हो पूज्य संतों,@BJP4India नेताओं,विहिप पदाधिकारियों,समाजसेवियों को झूठे मुकदमों में फँसाकर बदनाम किया गया।
इस षड्यंत्र के लिए इन्हें जनता से माफी मांगनी चाहिए।
— Yogi Adityanath (@myogiadityanath) September 30, 2020
তিনি বলেন, ‘সত্যমেব জয়তে। সিবিআই-এর বিশেষ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। তৎকালীন কংগ্রেস সরকার মিথ্যে মামলা করেছিল বিজেপি ও ভিএইচপি নেতাদের বিরুদ্ধে। এই ষড়যন্ত্রের জন্য কংগ্রেসকে কোনওদিন ক্ষমা করবেন না সাধারণ মানুষ। সত্যের জয় হয়েছে।’ মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘কংগ্রেস ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য বিজেপির নেতা এবং দেশের সন্ত সমাজকে দীর্ঘ ২৮ বছর ধরে মানসিকভাবে হেনস্থা করেছে। আর এর জন্য সর্ব সমক্ষে কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে।’
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটল আজ। বাবরি নিয়ে রায় দিল সিবিআই-এর বিশেষ আদালত। আর সকল ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস দিলেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। এই গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না বলে রায় দিয়েছেন বিচারক। এমনকি সকল তথ্য প্রমাণও যথেষ্ট নয় বলে জানায় আদালত। ফলে সসম্মানে মুক্তি দেওয়া হল সমস্ত অভিযুক্তকেই। বাবরি ধ্বংসে রায় প্রায় ২০০০ পাতার। ২ সেপ্টেম্বর শুরু হয় রায় লেখার কাজ। বুধবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ সেই রায় পড়তে শুরু করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।