fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

কাফিল খানের গ্রেফতার বেআইনি, স্পষ্ট জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খানের গ্রেফতার বেআইনি। এমনই জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। কাফিল খানকে দ্রুত মুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের পক্ষ উত্তরপ্রদেশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, অতি দ্রুত কাফিল খানকে মুক্ত করে দেওয়ার জন্য।

[আরও পড়ুন- ফোটো ফিচার…ব্রহ্মের শব্দ প্রতীক: প্রণব]

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে সিএএ বা জাতীয় নাগরিকপঞ্জীর বিরুদ্ধে কথা বলার জন্য গ্রেফতার করা হয় কাফিল খানকে। কাফিল খানের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে, এর আগে ডিসেম্বর মাসে এই নাগরিকপঞ্জীকে সামনে রেখে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তিনি। এইসব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়। জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর থেকে তিনি জেলেই ছিলেন। জেলে থাকাকালীন আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। এই মামলায় এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয় যে, বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে কাফিল খানকে। এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কাফিল খানের প্রথম দিকের ভাষণটিতে ঘৃণা বা হিংসা ছড়ানোর কোনও প্রচেষ্টা প্রকাশ পায়নি।

 

Related Articles

Back to top button
Close