fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

বিধায়কের বেআইনি সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দিল যোগী পুলিশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে গ্যাংস্টার মুখতার আনসারির অবৈধ সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দিল যোগী পুলিশ। তার একটি তিন তোলা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। উত্তরপ্রদেশের বিধায়ক ছিলেন তিনি। উত্তরপ্রদেশের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, বাড়িগুলি তৈরি হয়েছিল পাকিস্তান চলে যাওয়া ব্যক্তিদের ফেলে রাখা সম্পত্তিতে। তিনি আরও জানিয়েছেন যে, লখনউ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে এই বাড়ির ম্যাপে অনুমতি দেওয়া হয়নি। কয়েকদিন আগেই মুখতারের সঙ্গীদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল উত্তর প্রদেশ পুলিশ। বাতিল করা হয়েছিল তাঁর গাজীপুরের সঙ্গীদের অস্ত্রের লাইসেন্সও।

[আরও পড়ুন- ফাইনাল বর্ষের পরীক্ষা নিতেই হবে, UGC’র সিদ্ধান্তকে মান্যতা সুপ্রিম কোর্টের]

এই মুখতার আনসারি কৃষ্ণেন্দু রাই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিলে। তিনি  জেল খেটেছেন ১৩ বছর। তাঁর দালিবাগ এলাকার দুটি অবৈধ বাড়ি ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয় যোগী সরকার। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার জানান যে, “গ্যাংস্টার মুখতার আনসারির অবৈধ সম্পত্তি ভেঙে দেওয়া হয়েছে। রাজ্যের যেকোনো অপরাধীরা এই ধরনের কড়া সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকবে এরপর।” উল্লেখ্য, বর্তমানে  মৌ বিধানসভার বিধায়ক মুখতার আনসারি। বহুজন সমাজ পার্টির টিকিটে পাঁচ বারের বিধায়ক তিনি।

 

Related Articles

Back to top button
Close