fbpx
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আকাশে দুর্ঘটনা, মৃত ৩

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: মাঝআকাশে দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের বোল্ডার কাউন্টিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর রাস্তার দুই পাশে আলাদা স্থানে আছড়ে পড়ে ছোট্ট দুই বিমান। একটি বিমান নিওট রোডের দক্ষিণ পাশে এবং অন্যটি উত্তর পাশের ফাঁকা জমিতে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে।

বোল্ডার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়।

ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।

কম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের তৈরি হালকা বিমান। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, এতে আসন মাত্র ৪টি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

Related Articles

Back to top button
Close