মার্কিন মুলুকে করোনা মোকাবিলায় অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির ব্যবহারের অনুমতি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার দাপটে কাঁপছে গোটা মার্কিনমুলুক। ক্রমশই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্ত থেকে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,১৩৯,০৭৮। মোট মৃত্যু হয়েছে ১, ৮৬, ৮৫৫ জনের।সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩, ৪০৮, ৭৯৯।
এই এবার করোনা রোগীদের চিকিৎসার জন্য এবার অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। যে সব রোগী হাসপাতালে ভর্তি আছেন তাঁদের ক্ষেত্রে পরীক্ষামূলক অ্যান্টি-ভাইরাল ড্রাগ ব্যবহারে অনুমতি দিয়েছে মার্কিন রেগুলেটর।
জানা গিয়েছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আপৎকালিনভাবে এই ওষুধ ব্যবহারে অনুমতি দেওয়ায় এই ওষুধ ব্যবহার করেছেন চিকিৎসকেরা। তবে এখনও অবধি তা কোভিড-১৯ আক্রান্তদের উপর এই ড্রাগ ব্যবহার করা হচ্ছিল, কিন্তু এখন থেকে তা সকলকেই দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলার মানুষ চাইলে দিলীপই মুখ্যমন্ত্রী, যুগশঙ্খকে বললেন মা পুষ্পলতা
ক্যালিফোর্নিয়ার ফস্টার সিটির জিলিড ১০ আগস্ট আবেদন জানায় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে। আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করতে এবং ভেকলারি ব্র্যান্ডের নামে বিক্রির অনুমতি চাওয়া হয়েছিল।