‘আমরা জিতে গেছি, জালিয়াতি গণনা বন্ধ হোক, সুপ্রিম কোর্টে যাব’, বিস্ফোরক ট্রাম্প

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভোট গণনার মাঝেই হোয়াইট হাউসে বিতর্কিত ভাষণ মার্কিন প্রেসিডেন্টের। ‘অবিলম্বে ভোট গণনা বন্ধ হোক’, দাবি তুলে শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, ‘আমরাই জিতেছিলাম। বলা ভাল, আমরা জিতেই গেছি। অধিকাংশ রাজ্যে আমাদের জয়জয়কার এবং তা ঘোষণা করার জন্য আমরা তৈরিই হচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে জালিয়াতি শুরু হল।’
ডাক–যোগে ভোট নিয়ে ট্রাম্প বরাবর নিমরাজি ছিলেন। এখন নির্বাচনী লড়াই যে জায়গায় এসে ঠেকেছে, তাতে পেনসিলভ্যানিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিনের মত পাঁচ–ছ’টি রাজ্য নির্ণায়ক হয়ে উঠতে পারে, দাবি করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোট গণনা এখনও পর্যন্ত যতদূর এগিয়েছে তাতে ট্রাম্পই এগিয়ে ওই রাজ্যগুলিতে। তবে ডাকযোগে পাঠানো লক্ষ লক্ষ ব্যালট গণনা এখনও বাকি, যা খেলা ঘুরিয়ে দিতে পারে, দাবি পর্যবেক্ষকদের। এই পরিস্থিতিতে ট্রাম্প বলেন, ‘ভোর চারটের সময় হঠাৎ করে নতুন ব্যালটের আবির্ভাব যাতে না হয়, তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।