fbpx
আন্তর্জাতিকআমেরিকাহেডলাইন

US-Election’20: টিভি বিতর্কে অনবদ্য! বিডেনকে ড্রাগ টেস্টের চ্যালেঞ্জ জানালেন ডন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আইস বাকেট চ্যালেঞ্জ, ফিটনেস চ্যালেঞ্জ, সেলফি চ্যালেঞ্জের পর এবার ড্রাগ চ্যালেঞ্জ। হ্যাঁ ঠিকই শুনেছেন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট জো বিডনকে তার ড্রাগ রিপোর্ট জনসমক্ষে তুলে ধরার চ্যালেঞ্জ জানালেন ট্রাম্প। এবং তাও আগামী মাসের প্রথম প্রেসিডেন্টশিয়াল ডিবেটের আগেই করতে হবে। ওয়াশিংটন একজামিনার কে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সম্প্রতি টেলিভিশন ডিবেটে বিডেনের অভাবনীয় উন্নতির দিকে তাকিয়ে এমনটাই সন্দেহ হচ্ছে তাঁর মনে। অতীতেও ২০২৬ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন উদ্দেশ্য এমনটাই জানিয়েছিলেন ট্রাম্প। যদিও সেই চ্যালেঞ্জকে পাত্তা দেয়নি হিলারি।

বৃহস্পতিবার রিপাবলিকান পার্টি কনভেনশনে বিডনের বিতর্ক উন্নতির ক্ষমতা উল্লেখ করে এমনটাই জানিয়েছেন ডন। উল্লেখ্য আগামী ৩ নভেম্বর শুরু হতে হতে চলেছে মার্কিন নির্বাচন। করণা মহামারীর কারণে এবার ডাক ব্যবস্থার মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া সম্মতি জানিয়েছে কংগ্রেস। তার জন্য বিপুল ব্যয় বরাদ্দ করা হয়েছে। যদি এর পেছনে ডেমোক্র্যাটদের দুর্নীতির গন্ধ খুঁজে পাচ্ছেন ট্রাম্প। এখনো দু’মাস দেরি নির্বাচনের। তার আগেই শুরু হয়েছে বিতর্ক।

Related Articles

Back to top button
Close