যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী কেন্দ্রের ত্রাণ সরাসরি আসে রাজ্যের হাতে: জয় বন্দ্যোপাধ্যায়
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: ‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী কেন্দ্রের ত্রাণ আসে সরাসরি রাজ্যের হাতে আর সেখানেই গন্ডগোল।’ রাজ্যের শাসক দলকে সরাসরি তোপ দাগলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ায় ত্রাণের কাজে গিয়ে পরোক্ষভাবে রাজ্য সরকারের দুর্নীতির কথা উল্লেখ করলেন। এর আগে করোনা মোকাবিলায় কেন্দ্রের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যজুড়ে। শেষ সময় বিজেপি নেতারা অভিযোগ করেছিল তৃণমূলের নেতা রা কেন্দ্রের চাল চুরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টিকার লাগিয়ে সাধারণ মানুষের কাছে বিলি করছে। এবার বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ও সেই দুর্নীতির কথাই উস্কে দিলেন উলুবেড়িয়া ত্রাণকাজে গিয়ে।
তিনি এদিন এলাকার দুঃস্থ মানুষের হাতে পোর্ট ট্রাস্টের কাছ থেকে নেওয়া ত্রিপল বিলি করেন।
এদিন তিনি আরও বলেন, ‘ কেন্দ্রীয় সরকার ত্রাণ পাঠাবে আপনাদের জন্য। দুঃস্থ মানুষদের সরাসরি তা দেওয়ার কোন উপায় নেই। যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী তার রাজ্যের মাধ্যমেই দিতে হয়। আমরা রাজ্য সরকারে নেই। আর সেখানেই গন্ডগোল।’
এদিন উলুবেড়িয়া লক দুইয়ের দুঃস্থ মানুষদের হাতে ত্রিপল তুলে দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি গঙ্গা তীরবর্তী অঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করেন। এ বিষয়ে একটি রিপোর্ট তৈরি করেন তিনি। রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হবে বলেও জানিয়েছেন বিজেপি নেতা।