fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণদেশহেডলাইন

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টুইটে শোকজ্ঞাপন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সেক্রটারি মাইক পেম্পেও। মঙ্গলবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ‘প্রণব মুখার্জির মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। একজন বড় মাপের রাজনৈতিক নেতা ছিলেন তিনি। তাঁর ‘দূরদর্শী নেতৃত্ব’ ভারতের উত্থানকে বৈশ্বিক শক্তি হিসাবে চালিত করতে এবং মার্কিন-ভারতের আরও শক্তিশালী অংশীদারিত্বের পথ সুগম করেছিল। এই মহান নেতার মৃত্যুতে তাঁর পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানাই।’

আরও পড়ুন:মোদিজীর নেতৃত্বে নতুন ভারত, বিশ্বকে পথ দেখাবে : বিধায়ক আশীষ কুমার বিশ্বাস

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। বয়স হয়েছিল ৮৪ বছর। নিজ বাসভবনে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। তারপরেই তাঁকে দিল্লি সেনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রাক্তন রাষ্ট্রপতির ব্রেন সার্জারি করা হয়। তারপর থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। পাশাপাশি প্রণব মুখোপাধ্যায়ের করোনা টেস্ট করা হয়। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এই মধ্যবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলেও শরীরের কোনও উন্নতি হয়নি। সর্বক্ষণই চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

Related Articles

Back to top button
Close