কাণ্ডজ্ঞানহীন? ভক্তদের ‘চমক’ দিতে হাসপাতাল থেকে রাস্তায় করোনা আক্রান্ত ডন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর শারীরিক অবস্থা নিয়েও জল্পনা শুরু হয়েছে। বিরোধী মহলে গুঞ্জন, যথেষ্ট অসুস্থ ট্রাম্প। ভোটের জন্য বাস্তবটা লুকিয়ে যাচ্ছেন।
এসব জল্পনায় জল ঢালতেই চিকিৎসার মাঝে রবিবার আচমকা হাসপাতাল থেকে বেরিয়ে এলেন ট্রাম্প। বোঝালেন, তিনি এখনও দুর্বল হননি। কাচ–বন্ধ গাড়িতে চেপে ভক্তদের অভিবাদন জানালেন। মুখে মাস্ক। বললেন, তাঁদের ‘চমক’ দিতেই নাকি এই পদক্ষেপ। এর পরেই শুরু তীব্র সমালোচনা। বিরোধী ডেমোক্র্যাটরা বলছে, সাধারণ মানুষকে বিপদে ফেলছেন প্রেসিডেন্ট।
ট্রাম্পকে দেখে ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তাঁরাও হাত নাড়তে থাকেন। কিছুক্ষণ পর ফের মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ফিরে যান মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে স্বয়ং প্রেসিডেন্ট এমন আচরণে হতবাক দেশের বিরোধীদল ও স্বাস্থ্য বিভাগ। প্রেসিডেন্টের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেশের মানুষকে বিপদে ফেলতে পারে বলেই দাবি বিরোধী রাজনৈতিক মহলের। যদিও সে সব কথাকে তোয়াক্কা করেননি ডন।