fbpx
আন্তর্জাতিকআমেরিকাহেডলাইন

ভালো আছি কিন্তু সামনে আসল পরীক্ষা : ট্রাম্প

ওয়াশিংটন, (সংবাদ সংস্থা):  মহামারী করোনা আক্রান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। শনিবার রাতে সেখান থেকেই তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এখানে যখন এসেছিলাম তখন ভালো বোধ করছিলাম না। কিন্তু এখন আমার অবস্থা বেশ ভালো। সামনের দিনগুলিই হবে আসল পরীক্ষা। আমি আগামী দুইদিনে কী হয় সেটা দেখার অপেক্ষায় রয়েছি।’
এদিকে, চিকিৎসকরাও দাবি করেছেন, কোভিড পরীক্ষার পর প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ওয়াশিংটনের সামরিক হাসপাতাল থেকে ট্রাম্পের চিকিৎসক শন কনলি জানিয়েছেন, ‘এখনো বিপদ কেটে যায়নি, তবে মেডিকেল টিম আশাবাদী ট্রাম্পের পরিস্থিতি সম্পর্কে।’ শনিবার সকালে শন কনলি বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের অক্সিজেন লাগেনি, তার জ্বরও ছিল না এ সময়ে। হোয়াইট হাউসের দেয়া তথ্য অনুযায়ী ট্রাম্পকে আরো কিছু দিন হাসপাতালে থাকতে হবে। এর আগে তাকে করোনার পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভির দেয়া হচ্ছিল।’
তবে, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ জানিয়েছেন, ‘এখনো সুস্থতার পথে এগোননি ডোনাল্ড ট্রাম্প। গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের অবস্থা বেশ উদ্বেগজনক মনে হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টা আরও সংকটপূর্ণ হতে পারে।’
কারণ, ট্রাম্পের বয়স এখন ৭৪ বছর এবং তিনি শারীরিকভাবে স্থূলদের ক্যাটাগরিতে পড়েন। এসব অবস্থা বিবেচনায় কোভিড-১৯ রোগের জন্য তাকে ঝূঁকিপূর্ণ বলে মনে করা হয়। এদিকে ফার্স্ট লেডি ৫০ বছর বয়সী মেলানিয়া ট্রাম্পের শরীরেও মৃদু উপসর্গ দেখা দিয়েছে। হাল্কা কাশি এবং মাথাব্যাথায় ভুগছেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ৩ নভেম্বর জো বাইডেনের মুখোমুখি হবেন ট্রাম্প। নির্বাচনের ঠিক ৩২ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়ায় তার নির্বাচনী প্রচারণাও বাধাগ্রস্থ হয়েছে। এমনকি নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের একজন নতুন বিচারক নিয়োগ দেয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

Related Articles

Back to top button
Close