আমেরিকায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৩ হাজার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনাকে বাগে আনতে ব্যর্থ আমেরিকা। গত ২৪ ঘন্টায় ট্রাম্পের দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজারেরও বেশি মানুষ। যা কিনা এখন পর্যন্ত রেকর্ড হারে সংক্রমণ বলে উল্লেখ করা হচ্ছে।
বৃহস্পতিবার সংক্রমণের পাশাপাশি মৃত্যু হয়েছে ৬৪৯ জনের। যার জেরে মার্কিন মুলুকে মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৭৭ এ। অন্যদিকে মোট সংক্রমণের সংখ্যা পৌঁছে গিয়েছে ২ কোটি ৭৩ লক্ষ ৫ হাজার ৩৩৯ জনে।
উল্লেখ্য, সারা বিশ্বে করোনায় রেকর্ড মৃত্যু ও সংক্রমণের নিরীখে শীর্ষে রয়েছে আমেরিকা। তবে নিয়ম মেনে না মেনে চললে এই সংখ্যা ১০,০০০০ পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
এই অবস্থায় করোনায় পাঁচ জনের মধ্যে একজন শিশু অভুক্ত রয়েছে আমেরিকায়। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ব্রুকিং ইনস্টিটিউশনের এক সমীক্ষায় বলা হয়েছে মোট জনসংখ্যার ১৭.৪ শতাংশ মা এবং তাঁদের ১২ বছরের কম বয়সী ছেলেমেয়েরা অর্থের অভাবে পর্যাপ্ত পরিমানে খাবার পাচ্ছেন না। পর্যাপ্ত পরিমাণে খাদ্য তো মিলছেই না তার সঙ্গে কোনও কোনও ঘরে শিশুরা একবেলা খেয়েই দিন কাটাচ্ছে।