প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় ‘বন্ধু ভারত’কে ১০০ ভেন্টিলেটর পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারতকে ১০০ ভেন্টিলেটর পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহেই সেই ভেন্টিলেটর পাঠানো হবে বলে জানা গেছে। প্রথম দফায় আপাতত ১০০টি ভেন্টিলেটর পাঠানো হবে।
প্রসঙ্গত, ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ পাওয়া নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চাপান-উতোর শুরু হয়। ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ হাতে পাওয়ার পরেই ভারতের প্রতি সুর নরম করেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই ভারতকে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় ২০০টি ভেন্টিলেটর পাঠানোর ঘোষণা করেন ট্রাম্প। কিন্তু সেই ঘোষণার পরে দু’সপ্তাহ পার হয়ে গেলেও একটি ভেন্টিলেটরও ভারতে পাঠানো হয়নি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার সময়েই বিষয়টি ফের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই শুরু হয় তোড়জোড়।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, আগামী সপ্তাহে প্রথম দফায় ভারতে ১০০ ভেন্টিলেটর পাঠানো হচ্ছে।
প্রতিটি ভেন্টিলেটরের দাম হচ্ছে ৯ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ ১৯ কোটি ৯২ লাখ টাকার ভেন্টিলেটর দান করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। ইউএসএইড তহবিল থেকেই ভেন্টিলেটরের দাম চোকানো হচ্ছে। তবে বাকি ভেন্টলেটর কবে পাঠানো হবে সে ব্যাপারে এখনও হোয়াইট হাউসের তরফ থেকে কিছু জানানো হয়নি।