fbpx
আন্তর্জাতিকআমেরিকাগুরুত্বপূর্ণহেডলাইন

উস্কে দিল জর্জ ফ্লয়েডের স্মৃতি! জ্যাকব ব্লেক হত্যায় অগ্নিগর্ভ উইসকনসিন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নাগরিক জ্যাকব ব্লেককে পুলিশের পরপর ৭ বার গুলি করার ঘটনার জেরে এখনও অশান্ত আমেরিকার উইসকনসিন। মঙ্গলবার রাতেও গোলমালের সময় গুলিতে দু’‌জনের মৃত্যু হয়েছে। আহত একজন। কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বেড়া ভেঙে পুলিশকে লক্ষ্য করে বোতল ও পটকা ছোড়ে বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত পুলিশকে সাঁজোয়া গাড়িতে আশ্রয় নিতে হয়। জারি করা হয়েেছ জরুরি অবস্থা। প্রায় ২৫০ জন ন্যাশনাল গার্ডকে মোতায়েন করা হয়েছে কিনোশা এলাকায়।

ওই এলাকায় আগেই ভাঙচুর করা হয় ৩০টি বাড়ি। বেশ কয়েক জায়গায় আগুন লাগানো হয়। জ্যাকবের মা জুলিয়া জ্যাকসন অবশ্য ভাঙচুর ও অগ্নিসংযোগকে সমর্থন করেননি।

অন্যদিকে, গুলিতে আহত কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক পঙ্গু হয়ে গেছেন বলে দাবি করেছেন পরিবারের আইনজীবী বেন ক্রাম্প। তিন ছেলের সামনেই রবিবার কিনোশা এলাকায় ব্লেককে গুলি করে পুলিশ। জ্যাকবকে গুলি করার ভিডিও ফোনে তুলেছিলেন ২২ বছরের রেসিন হোয়াইট। তিনি জানিয়েছেন, গুলি চালানোর আগে জ্যাকবকে ছুরি ফেলে দেওয়ার কথা বলেছিল পুলিশ। যদিও রেসিন জ্যাকবের হাতে কোনও ছুরি দেখেননি। ক্রাম্প জানিয়েছেন, গুলিতে জ্যাকবের মেরুদণ্ডের হাড় ভেঙেছে। ছিন্নভিন্ন হয়ে গেছে কশেরুকা।

Related Articles

Back to top button
Close