আমেরিকায় আতঙ্ক… আমরা ডুবে যাচ্ছি, আকুল আর্তি মার্কিন চিকিৎসকের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আতঙ্ক যেন আরও ভয়াবহ হয়ে উঠছে মার্কিন মুলুকে।আমেরিকার এক চিকিৎসকের আক্ষেপ, ‘আমরা ডুবে যাচ্ছি।’এতদিন বড় শহরে সীমাবদ্ধ ছিল সংক্রমণ। এবার গ্রামেও থাবা বসিয়েছে। বিশেষত দেশের মধ্যভাগে। কোনও হাসপাতালেই আর জায়গা নেই। আকাল চিকিৎসক, নার্সদেরও। আমেরিকার মিডওয়েস্টে ওহায়ো এবং ডাকোটার মাঝে যে সব অঞ্চল রয়েছে, সেখানে পরিস্থিতির অবনতি হচ্ছে। ওই সব অঞ্চলে প্রতি দিন দ্বিগুণেরও বেশি সংক্রমণ ধরা পড়ছে। জুনের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ওই অঞ্চলগুলোতে কোভিড আক্রান্তের সংখ্যা ২০ গুণ বেড়েছে।
ইতিমধ্যে আমেরিকায় আড়াই লক্ষ মানুষ মারা গিয়েছেন। তবে শীত আসার সঙ্গে সঙ্গে করোনার প্রভাব আরও বাড়তে পারে এমন আশঙ্কা করেছিল সে দেশের চিকিৎসা মহল। এবার সেই আশঙ্কা কি সত্যি করেই ফিরে এলো করোনা। নির্বাচন পরবর্তী সময় আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে তেমনি শীত বাড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী বাইডেন প্রশাসনকে করোনা নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।