বিশ্বকে ফের নেতৃত্ব দেবে আমেরিকা: বাইডেন

ওয়াশিংটন, সংবাদ সংস্থা: আমেরিকা আবার ওবিশ্বকে নেতৃত্ব দিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার, নিজের রাজ্য ডেলাওয়্যারের উইলমিংটনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আমেরিকা তার আগের জায়গায় ফিরে যাবে। আবার তারা বিশ্বকে নেতৃত্ব দেবে। সেখান থেকে কোনোভাবেই পিছুপা হবে না।’
জো বাইডেন এদিন অভিযোগের সুরে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার সব চিত্র বদলে ফেলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে এখন ‘আমেরিকা প্রথম, আমেরিকা একা’ নীতি তৈরি হয়েছে। আমেরিকা বর্তমানে এমন এক অবস্থানে রয়েছে, যাতে বৈশ্বিক মিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে।’ তাই আবারও তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চান, সেকথা জানাতে বাইডেন বলেন, ‘আটলান্টিক ও প্যাসিফিকসহ গোটা বিশ্বে নেতৃত্বে আমেরিকার ঐতিহাসিক ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করতে তিনি উন্মুখ হয়ে আছেন।’ একইসঙ্গে তিনি জানান, ‘আমরা মন থেকে বিশ্বাস করে আমেরিকা যখন তার বন্ধুদের নিয়ে একসঙ্গে কাজ করে তখনই সবচেয়ে শক্তিশালী থাকে। তাই আগামিদিনে তাদের সঙ্গে নিয়ে পথ চলব আমরা। নিজেদের পাশাপাশি তাদের স্বার্থরক্ষার জন্যও লড়াই করব।’
তবে, এখানেই থেমে থাকেননি জো বাইডেন, তিনি এদিন বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবিলার ওপরও গুরুত্বারোপ করেন। এবং প্রথম পদক্ষেপ হিসাবে বারাক ওবামার আমলের বিদেশমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দেন। যিনি একদা প্যারিস জলবায়ু সমঝোতার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তবে এর আগে নির্বাচনী প্রচারে বাইডেন ঘোষণা দিয়েছিলেন, ‘তিনি ক্ষমতায় গেলে প্রথমেই আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন।’ কেননা, প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে ট্রাম্প আনুষ্ঠানিক ভাবে বের করে নেন ডোনাল্ড ট্রম্প।
তবে শুধু জন কেরি নন, এদিন তার মন্ত্রিসভার আরও ৫ জন সদস্যের নাম ঘোষণা করেন বাইডেন। যারা সকলেই বারাক ওবামা’র প্রশাসনে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বিদেশমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওবামা আমলের প্রাক্তন সহকারী বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জ্যাক সুলিভান। এছাড়া, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসাবে মনোনিত হয়েছেন অ্যাভরিল হাইনেস। অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসাবে এসেছেন আলেজান্দার মায়োরকাস এবং রাষ্ট্রপুঞ্জে মার্কিন প্রতিনিধি হয়েছেন লিন্ডা থমাস গ্রিনফিল্ড। মন্ত্রিসভার এই ছয় সদস্যের নাম ঘোষণা করার পর বাইডেন বলেন, তিনি এমন একটি টিম নিয়ে কাজ করতে চান, যে টিমের সদস্যরা আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে তাকে সাহায্য করবেন। যাতে তিনি বর্তমান বিশ্বের সামনে থাকা বড় চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে পারেন।’