অন্যান্য খেলাখেলাহেডলাইন
Breaking: করোনায় আক্রান্ত উসেইন বোল্ট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিশ্বের দ্রুততম মানুষ হলেও করোনার গতির কাছে হার মানলেন উসেইন বোল্ট। করণা আক্রান্ত হয়েছেন বিশ্বের দ্রুততম অ্যাথলেট জ্যামাইকান উসাইন বোল্ট। সোমবার টেস্টে তার দেহে কোভিডের জীবাণু ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
বিস্তারিত আসছে….।