fbpx
অন্যান্যঅফবিটলাইফস্টাইল

ত্বকে ফ্রেশ-লুক আনতে ব্যবহার করুন বরফ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আর কদিন পরেই পুজো। সকলেই চায় নিজেকে আরও সুন্দর ও আর্কষণীয় করে তুলতে। বাজার চলতি প্রসাধনী থেকে শুরু করে, ঘরোয়া প্যাক সব কিছু দিয়ে রূপচর্চা শুরু হয়ে যায়, পুজোর বেশ কটা আগে থেকে। তবে বিশেষজ্ঞরা মনে করে ত্বক সুন্দর, প্রাণবন্ত ও সজীব রাখতে বাজার চলতি প্রসাধনী কম ব্যবহার করে আমাদের ঘরেই রূপচর্চার অনেক জিনিস আছে যা দিয়ে খুব সুন্দরভাবে ত্বকের পরিচর্যা করা যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বরফ। সেই বরফও কিন্তু ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। তবে বরফ কিভাবে লাগাতে হবে, সেটাও জেনে নেওয়া জরুরি। বরফ ত্বকের জন্য খুবই উপকারি। রক্ত সঞ্চালন থেকে শুরু করে,  ত্বকে অক্সিজেনের যোগান সঠিক মাত্রায় হয়। যা ত্বককে ফ্রেস বা সতেজ রাখে ২৪ ঘণ্টা। স্কিনের উপরের মরা কোষ দূর করে। বন্ধ থাকা পোর্স খুলে দেয় ফলে স্কিনের ঝিমিয়ে পড়াভাবকে দূর করে। ব্রণ বা গরম ফোঁড়া হতে দেয় না। হলে তা দ্রুত দূর করে।

অনেক সময়, বিশেষ করে গরম কালে দেখা যায় মুখে মেক আপ করার পর, সেটি মুখে ঘামের কারণে ফুটে উঠেছে যা দেখতে খুব খারাপ লাগে। আর মেক আপ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই সময় দূর্দান্ত কাজ দেয় বরফ।

মেক-আপের আগে বরফ মুখে ঘষে নিলেই কেল্লাফতে। বরফের ফেস প্যাক ব্যবহার করলে মেক-আপের বেস খুব ভালো ভাবে মুখে বসে।

কিভাবে মুখে বরফ লাগাবেন

সরাসরি মুখে কখনও বরফ বা আইস কিউব লাগানো ঠিক নয়। বরফ পরিষ্কার পাতলা সুতির কাপড়ে মুড়ে তবে তা ব্যবহার করলে ভালো। বরফের ফেস প্যাক খুব উপকারি।

১. গ্রিন টি আইস ফেস প্যাক

গ্রিন টি আইস প্যাক অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
স্কিনের থেকে টক্সিন দূর করে এই আইস কিউব।স্কিন গ্লো করতে সাহায্য করে , তরতাজা ভাব বজায় রাখে।

পদ্ধতিঃ

গ্রিন টি বানিয়ে নিন নর্মাল যেমন বানায়।এবার তা ঠাণ্ডা করার পর আইস ট্রে’তে ঢেলে ফ্রিজে রেখে দিন।৪ থেকে ৫ ঘণ্টা মত ফ্রিজে রাখুন। তারপর এটি ব্যবহার করুন যে ভাবে আইস কিউব মুখে লাগায় ঠিক সেই ভাবে।বরফ গলে যাওয়ার পর ২০ মিনিট মত অপেক্ষা করে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
সপ্তাহে একদিন অন্তর একদিন এটি লাগাতে পারেন।

গোলাপজল আইস ফেস প্যাক

টোনার হিসেবে এটি ত্বকের জন্য অত্যন্ত ভালো কাজ করে।
মেক-আপ তোলার জন্য এটি ব্যবহার করা যেতে পারে।

পদ্ধতিঃ

গোলাপজল আইস ট্রে’তে জমিয়ে আইস কিউব বানিয়ে রেখে দিন। মেক-আপ তোলার সময় আইস কিউব টোনার হিসেবে ব্যবহার করে মেকাপ তুলতে পারেন।

 

 

Related Articles

Back to top button
Close