উত্তরবঙ্গ মেডিক্যালে ফের করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: শুক্রবার ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি এক রোগির মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহর লাগোয়া ঘোঘোমালির বাসিন্দা ৭৭ বছর বয়সের এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তি উত্তরবঙ্গ মোডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই রিপোর্ট এলেই জানা যাবে তিনি করোনা সংক্রমিত ছিলেন কি না। করোনা সংক্রমিত হলে মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হবে না।
এদিকে বৃহস্পতিবারও এই ওয়ার্ডে এক মহিলার মৃত্যু হয়েছিল। রিপোর্ট আসার পর দেখা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন। ফলে মাটিগাড়া থানার কদমতলার বাসিন্দা ওই মহিলার মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হয়নি। এদিকে তাঁর মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনায় আক্রান্ত হয়ে তাঁর মুত্যু হলেও এদিন দুপুর পর্যন্ত প্রমাসনের তরফে মৃতার বাড়ি ও সংলগ্ন এলাকা কনটেইনমেন্ট জোন না করায় স্থানীয় বাসিন্দারা রাস্তায় এসে বিক্ষোভ দেখান।