নতুন অস্ত্র পরীক্ষা করতে ব্যস্ত কিম জং উন

যুগশঙ্খ , ওয়েব ডেস্ক: ফের খবরের শিরোনামে উত্তর কোরিয়া। নতুন ধরণের অস্ত্র পরীক্ষা করতে ব্যস্ত কিম জং উন।
উত্তর কোরিয়া বলেছে, তারা সফলভাবে একটি নতুন অস্ত্রের পরীক্ষা করেছে, যা তাদের কৌশলগত পারমাণবিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। উত্তর কোরিয়ার প্রচার করা ছবিতে দেখা যাচ্ছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন নতুন ক্ষেপণাস্ত্রের উেক্ষপণ দেখার সময় হাস্যোজ্জ্বল মুখে হাততালি দিচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়া শিগগিরই যে একটি সমন্বিত পারমাণবিক অস্ত্র (অন্য কথায় কৌশলগত পারমাণবিক অস্ত্র) পরীক্ষা করার পরিকল্পনা করছে এটি তারই ইঙ্গিত।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন ধরনের কৌশলগত অস্ত্রটি…রণাঙ্গনের দূরপাল্লার আর্টিলারি ইউনিটের ক্ষমতা ব্যাপকভাবে উন্নত করা এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনার দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ’। এতে আরো বলা হয়েছে, কিম জং ইল দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং পারমাণবিক যুদ্ধ বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা” দিয়েছেন।