ফের উত্তরপ্রদেশের কুশিনগরে বাস দুর্ঘটনা, আহত ১২ জন পরিযায়ী শ্রমিক
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের বাস দুর্ঘটনার কবলে পড়লেন পরিযায়ী শ্রমিকেরা। রবিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হন ১২ জন শ্রমিক। নিজের বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। ৭ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এদের অনেককেই গোরক্ষপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এরা সকলেই বিহারে ভাগলপুরে ফিরছিলেন বলে খবর। হঠাৎ-ই উত্তরপ্রদেশের কুশিনগরে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। মোট ২৫ জন পরিযায়ী শ্রমিক ছিলেন ওই বাসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, ট্রাক চালক স্টিয়ারিংয়ে বসেই ঘুমিয়ে পড়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা মারে সামনে থেকে আসা বাসটিকে। ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের সাহায্য নিয়ে আহতদের প্রথমে ভর্তি করা হয় তামকুহি হেলথ সেন্টারে। সেখান থেকে অনেককেই গোরক্ষপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
এর আগে আউরিয়ার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬ জন পরিযায়ী শ্রমিকের। ফের এই দুর্ঘটনা।