fbpx
দেশহেডলাইন

উত্তরপ্রদেশে বরযাত্রী বোঝাই বাস উল্টে আহত ১৮

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে বরযাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় আহত ১৮ জন। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের মৈনপুরীতে এই দুর্ঘটনাটি ঘটে। আহত ১৮ জন বরযাত্রীর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে প্রায় ৬৫ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন: বুথ যার, ক্ষমতা তার! একুশের গেমপ্ল্যান বিজেপির

উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার ঘিড়োর থানা এলাকার অধীনে কোসমা ক্রসিংয়ের কাছে একটি বরযাত্রী বোঝাই একটি প্রাইভেট বাসটি উল্টে যায়। প্রাইভেট বাসটি করে ইটাওয়া যাচ্ছিল। কোসমা ক্রসিংয়ের কাছে কালভার্টের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Back to top button
Close