গুরুত্বপূর্ণদেশহেডলাইন
এবার করোনায় আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের মারণ করোনার থাবা রাজনৈতিক জগতে। এবার করোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং।
Uttar Pradesh Cabinet Minister Sidharth Nath Singh tests positive for COVID-19. pic.twitter.com/4QP102NMoD
— ANI UP (@ANINewsUP) August 27, 2020
উল্লেখ্য, বৃহস্পতিবারও দেশে লাগামহীন করোনা সংক্রমণ। ভারতে এ পর্যন্ত আক্রান্ত ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৫ জন। মৃত্যু হয়েছে ৬০ হাজার ৪৭২ জনের। রাজ্যে সংক্রমিত ১,৪৭,৭৭৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৬৪ জন। জানা গিয়েছে, এদিন
হিমাচল প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫,৪১০।
এছাড়া, অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত ১০,৬২১ জন। মৃত্যু হয়েছে ৯২ জনের।