
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ উত্তর প্রদেশের বিধান সভা নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রথম দফায় ভোট হবে ১১টি জেলার ৫৮টি আসনে ভোটগ্রহণ হবে। সকালেই প্রধানমন্ত্রী সকল ভোটারদের শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে ট্যুইট করেন। মোদী লেখেন, কোভিড পরিস্থিতিতে উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে প্রথম দফার ভোট পর্ব সংগঠিত হচ্ছ। সবাই সকাল সকাল গিয়ে ভোট দিন। একইসঙ্গে সকলকে উৎসাহের সঙ্গে গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী টুইটে লেখেন, ‘আজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আমি সকল ভোটারকে কোভিডের নিয়ম মেনে গণতন্ত্রের এই পবিত্র উৎসবে উৎসাহের সাথে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। মনে রাখবেন, ‘পহেলে ভোটদান, ফির জলপান’।
उत्तर प्रदेश विधानसभा चुनाव में आज पहले चरण की वोटिंग है। सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे कोविड नियमों का पालन करते हुए लोकतंत्र के इस पावन पर्व में बढ़-चढ़कर हिस्सा लें। याद रखना है- पहले मतदान, फिर जलपान!
— Narendra Modi (@narendramodi) February 10, 2022
মোট ৭ দফায় হবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। ৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভার প্রথম দফার নির্বাচন হবে ৫৮টি আসনে। পশ্চিম উত্তরপ্রদেশের ১১ জেলার মধ্যে পড়ে এই আসনগুলি। প্রথম দফায় ভাগ্য নির্রাধিত হবে ৬২৩ জন প্রার্থীর। যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ছেলে পঙ্কজ সিং। যিনি লড়ছেন নয়ডা থেকে। উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল বেবিরানি মৌর্য। যিনি নির্বাচনে লড়ছেন আগরা থেকে। এছাড়াও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের নাতি সন্দীপ সিং প্রতিযোগিতা করছেন অত্রৌলি।
গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলির হল হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যোগী রাজ্যের ৯ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে। সুরেশ রানা,অতুল গর্গ, শ্রীকান্ত শর্মা, সন্দীপ সিং, অনিল শর্মা, কপিল দেব আগরওয়াল, দিনেশ খটিক, ডাঃ জি এস ধর্মেশ এবং চৌধুরী লক্ষ্মী নারায়ণ।