
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ সম্পন্ন হল উত্তরপ্রদেশে পঞ্চম দফার নির্বাচন। আজ বিকেল ৫ টা অবধি উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫৩.৯৮ শতাংশ। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হল রবিবার ২৭ ফেব্রুয়ারি। বুথের বাইরে কড়া প্রহরায় চলল ভোটগ্রহণ। এই দফায় মোট ৬১ টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ সম্পন্ন হল। এই পর্বের প্রধান নির্বাচনী এলাকাগুলির মধ্যে রয়েছে অযোধ্যা এবং প্রয়াগরাজ। একসময় কংগ্রেসের দুর্গ হিসেবে বিবেচিত ছিল আমেঠি এবং রায়বরেলিতে।
সব মিলিয়ে মোট ৬৯২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল। আগামী ৭ মার্চ সাত দফার এই নির্বাচন সম্পন্ন হবে। ফল প্রকাশ ১০ মার্চ।
উত্তর প্রদেশের ভোট নিয়ে আশাবাদী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। পঞ্চম দফার ভোট গ্রহণ নিয়ে এদিন শিবসেনা সাংসদ বলেন, “আদিত্য ঠাকরে উত্তর প্রদেশে গিয়েছেন। আমারও মনে হচ্ছে এবার উত্তর প্রদেশে পরিবর্তন আসবে। যা আবহাওয়া দেখছি, তাতে মনে হচ্ছে কড়া টক্কর হবে’।
প্রয়াগরাজ এসএসপি অজয় কুমার জানান, এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। তিনি বলেন, ‘সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন আছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দায়ের করে তাদের জেলে পাঠানো হবে।’