fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

আজ থেকে শুরু ১২ থেকে ১৪ বছরের টিকাকরণ, রেজিস্ট্রেশন করতে হবে এইভাবে

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ আজ থেকে শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছরের টিকাকরণ। ১৬ মার্চ অর্থাৎ আজ থেকে ১২ থেকে ১৪ বছরের শিশুদেরও টিকা দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

আজ ট্যুইট করেছেন এবং আবেদন করেছেন যে সমস্ত অভিভাবকদের অবশ্যই তাদের বাচ্চাদের টিকা দেওয়াতে হবে। ট্যুইটে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ১৬  মার্চ থেকে ১২  থেকে ১৩ এবং ১৩ থেকে ১৪ বছর বয়সী শিশুদের কোভিড টিকা দেওয়া হবে।

শিশুদের ভ্যাকসিন প্রয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ১৬ মার্চ সকাল ৯টা থেকে। কোভিন পোর্টাল cowin gov.in-এ রেজিস্ট্রেশন করতে হবে। কোভিন পোর্টাল cowin gov.in-এ রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য একটি মোবাইল নম্বর লাগবে। নম্বর দেওয়ার পর ফোনে প্রাপ্ত OTP লিখতে হবে।

আরোগ্য সেতু মোবাইল অ্যাপে টিকা দেওয়ার জন্য নিবন্ধন করা যেতে পারে। এখনও পর্যন্ত  যাদের বয়স ১৫  বছর বা তার বেশি তাদের  ৯৫.৫% টিকা দেওয়া হয়েছে।

১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হওয়ায়, ভারত ভ্যাকসিনের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল। ছোটদের করোনা ভ্যাকসিন নিয়ে চিন্তিত ছিলেন অভিভাবকেরা। এবার সেই চিন্তা অনেখানি দূর হল বলেই মনে করা হচ্ছে। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই রাজ্যে অফলাইন ক্লাস শুরু হয়ে যায়। টিকা না দেওয়া অবস্থায় স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকদের মনে নানারকম প্রশ্ন ভিড় করে। এবার সেই চিন্তা মিটল।

Related Articles

Back to top button
Close