সবাইকে টিকা, মোদির সুরেই সৌদির রাজা

নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি ও রিয়াধ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরেই সুর মিলিয়েছেন সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুল আজিজ। মহামারী করোনা মোকাবিলায় বিশেষ পদক্ষেপের ব্যপারে একমত হয়েছেন দুই রাষ্ট্রের প্রধান। জি-২০ শীর্ষ সম্মেলনের (ভিডিও মাধ্যম) প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনী বক্তৃতার রেশ ধরে রাজা সলমন বিন আব্দুল আজিজ বলেন, ‘উন্নত দেশগুলির পাশাপাশি উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলিও যাতে কোভিডের টিকা পায়, তার ডাক আজ দেওয়া হল।’ যেখানে মোদি বলেন, ‘মহামারী করোনা মোকাবিলায় বিশ্বের সবার কাছে যাতে প্রযুক্তির সুফল পৌঁছয়, তার জন্য জি-২০কে সক্রিয় হতে হবে।’
এক বিবৃতিতে বিদেশমন্ত্রক প্রধানমন্ত্রী মোদির উদ্বোধনী বক্তৃতা প্রসঙ্গে জানিয়েছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোভিডকে মানুষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জি-২০ ভুক্ত রাষ্ট্রগুলির পক্ষ থেকে এমন পদক্ষেপ করতে হবে, যা কেবল মাত্র বিশ্ব অর্থনীতি, কর্মসংস্থান বা বাণিজ্যকেই টেনে তুলবে না, পৃথিবী নামক গ্রহকেও সংরক্ষণ করবে ভবিষ্যতের জন্য।’ শুধু তাই নয়, ‘প্রধানমন্ত্রী তাঁর উদ্বোধনী বক্তৃতায় করোনা পরবর্তী বিশ্বে চারটি বিষয়ের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রথমত, একটি বিস্তৃত ট্যালেন্ট পুল তৈরি করা। দ্বিতীয়ত, সমাজের সমস্ত স্তরে যাতে প্রযুক্তির সুফল পৌঁছতে পারে তার ব্যবস্থা করা। তৃতীয়ত, প্রশাসনের ক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং চতুর্থ বিষয়টি হল, পৃথিবী নামক গ্রহটিকে বিশ্বাসের সঙ্গে, মমতার সঙ্গে দেখা।’
এরপরেই আন্তর্জাতিক বৈঠকের আয়োজক হিসাবে সৌদি আরবের রাজা জানান, ‘যদিও আমরা কোভিডের টিকা আবিষ্কারের প্রশ্নে আশাবাদী, কিন্তু সমস্ত মানুষের কাছে সাধ্যমতো দামে যাতে তা পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।’ শুধু সৌদি রাজা সলমন নন, এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদির পাশে দাঁড়িয়েছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। তিনিও মোদির সুরেই কোভিডের টিকা যাতে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল মানুষের কাছে বিনা প্রতিবন্ধকতায় পৌঁছয়, তার জন্য আজ জি-২০ বৈঠকে সওয়াল করেন। জি-২০ বৈঠকে তিনি বলেন, ‘আমাদের উচিত, যার যার নিজের দেশে এই অসুখটিকে নিয়ন্ত্রণে আনা এবং সেই অভিজ্ঞতাকে অন্য দেশের সঙ্গে ভাগ করে নিয়ে সহযোগিতার মাধ্যমে পরস্পরকে সাহায্য করা।’ তাঁর কথায়, ‘কোভিড-এর টিকা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে সক্রিয় ভাবে সমর্থন করে চিন। আমরা কোভ্যাক্স-এ যোগ দিয়েছি।’
কূটনৈতিক সূত্রের বক্তব্য, কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে দাবি তুলেছিলেন, সমস্ত দেশের মানুষ যাতে সহজেই কোভিডের টিকা পেতে পারে, তার জন্য এটির পেটেন্ট রদ করা হোক। তা হলে টিকার দাম কমবে। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে দিল্লির পাশেই রয়েছে চিন। তবে, আমেরিকা এবং ইউরোপের দেশগুলির পক্ষ থেকে মোদির এই প্রস্তাব নিয়ে খুব একটা উদ্যম এখনও পর্যন্ত দেখা যায়নি। এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থায় এই বিষয়ে যে প্রস্তাব ভারত এবং দক্ষিণ আফ্রিকা দিয়েছে, তা নিয়ে গা করেনি আমেরিকা।