১২০ কেজি সোনা দিয়ে হায়দরাবাদে তৈরি হচ্ছে স্বামী রামানুজাচার্যের মন্দির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাম মন্দিরের পর এবার বৈষ্ণব সাধু স্বামী রামানুজাচার্যের মন্দির। ১২০ কেজি ওজনের সোনার মূর্তি বসতে চলেছে স্বামী রামানুজাচার্যের।১০০০ কোটি টাকা খরচা করে এই মূর্তি স্থাপন করা হবে। স্বামী রামানুজাচার্যের এক হাজার বছরের জন্মবার্ষিকী উপলক্ষে এই মন্দির তৈরির কাজ চলছে হায়দরাবাদ থেকে ৪০ কিমি দূরে রামনগরে। স্বামী রামানুজাচার্য বেঁচে ছিলেন ১২০ বছর। তাই তাঁর মূর্তিটি তৈরিও করা হচ্ছে ১২০ কেজি সোনা দিয়ে।
[আরও পড়ুন- স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মসজিদ রূপান্তরিত হল মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিকে]
ইতিমধ্যে মন্দিরের ২১৬ ফিট উঁচু একটি ‘পঞ্চলোহা’র মূর্তি তৈরিও করা হয়ে গিয়েছে। সেটির নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’। এও জানা গিয়েছে যে, চিনের একটি সংস্থা এই মূর্তি নির্মাণে সাহায্য করছে। এই ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’র পাশেই তৈরি হচ্ছে মন্দির এবং রামানুজাচার্যের সোনার মূর্তিটি। সবমিলিয়ে খরচ হচ্ছে ১০০০ কোটি টাকা।
জানা গিয়েছে যে, একাদশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন রামানুজাচার্য। ভারতীয় সমাজে বিরাট পরিবর্তন এনেছিলেন তিনি। আসলে সেই সময়ে সমাজে জাতপাতের ভেদাভেদ অনেকটাই বেশি ছিল। জাতপাতের ভেদাভেদের বিরুদ্ধে গিয়ে সমানাধিকারের কথা প্রচার করেছিলেন রামানুজাচার্য। এর আগে গত ৫ আগস্ট অযো্ধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।