ভাঙড়ে জমি বিবাদ, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক, ভাঙড়; শরিকি জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল দুই ভাইয়ের মধ্যে। সোমবার দুপুরে ঝামেলা চরম আকার নিলে হঠাৎই এক ভাই ও তাঁর এক শাকরেদ তাজা বোমা নিয়ে অন্য ভাইকে মারতে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ভাঙড় থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়। বোমা নিয়ে ভয় দেখানোর জন্য আজগার মোল্লা ও খোকন মোল্লা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ভাঙড়ের বামুনিয়ার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, বামুনিয়ার বাসিন্দা আজগার ও ছাত্তারের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।দুজনেই এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেভপরিচিত। তবে আজগার তৃণমূল নেতা কাইজার আহমেদের অনুগামী এবং ছাত্তার মোল্লা আরাবুল ইসলামের অনুগামী। পুরানো শরিকি বিবাদ ও রাজনৈতিক বিবাদের জন্যই আজগার বোমা নিয়ে ভয় দেখায় ছাত্তারকে। ভাঙড় থানার পুলিশ ধৃত দুজনকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পাঠাবে।