‘মগজাস্ত্রে’ ঘায়েল করোনা! উঠে দাঁড়াচ্ছেন ফেলুদা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সৌমিত্রর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দিন কয়েকের মধ্যেই তাঁকে হাঁটানো হবে। জানিয়ে দিলেন চিকিৎসকরা। পাশাপাশি মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে নিয়মিত চলছে মিউজিক থেরাপি। বই পড়েও শোনানো হচ্ছে এই প্রবীণ অভিনেতাকে।
৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত সপ্তাহে তাঁর করোনা রিপোর্ট এসেছে। তাঁর ওপর মিউজিক থেরাপি প্রয়োগ করেছেন চিকিৎসকরা। সুফল পেয়েছেন। হাসপাতালে তাঁকে যাঁরা চিকিৎসা করছেন, সেই দলের মাথায় রয়েছেন ডা. অরিন্দম কর। তিনি জানালেন, ‘আমরা নিশ্চিত যে তিনি এই রোগ থেকে সুস্থ হয়ে উঠবেন। আগামী চার–পাঁচ দিনে তিনি আরও ভালো হয়ে উঠবেন।’
ডা. কর আরও জানালেন, সৌমিত্রর
ফিজিওথেরাপি শুরু হয়েছে। তাঁকে সোমবার বিছানায় বসানো হয়েছে। আর কয়েক দিন পর ধরে হাঁটানো হবে। চিকিৎসক এও জানালেন, উচ্চমাত্রার স্টেরয়েড দেওয়া হয়েছে সৌমিত্রকে। তবে কোনও সমস্যা চোখে পড়েনি।