গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
শহীদ বিপুল রায়ের বাড়িতে গেলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়

আলিপুরদুয়ার, সুমিত কার্জী: আলিপুরদুয়ার জেলার২ নং ব্লকের বিন্দি পাড়া এলাকায় বীর শহীদ বিপুল রায়ের বাড়িতে তাদের পরিবারের সঙ্গে দেখা করলেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়। জানা গিয়েছে শনিবার বিকেল নাগাদ তিনি আলিপুরদুয়ার ২ নং ব্লকের বিন্দি পাড়ায় বীর শহীদ বিপুল রায় এর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন দেবপ্রসাদ বাবু।শহীদের বাড়িতে এসে তিনি তার পরিবারের কথাবার্তা বলেন পরিবারের সঙ্গে। বিপুল রায়ের ভাই বকুল রায়ের সরকারি কর্মসংস্থানের জন্য সরকারের কাছে আবেদন রাখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রবীন কংগ্রেস নেতা।