
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন কলকাতার প্রাক্তন মেয়র, সিপিএম নেতা, বিশিষ্ট আইনজীবী
বিকাশরঞ্জন ভট্টাচার্য। আপাতত বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করতে থাকায় কোভিড টেস্ট করান তিনি। বৃহস্পতিবারই তিনি করোনা আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন। তাঁর সংস্পর্শে আসা সকল ব্যক্তিদের করোনা টেস্ট করার পরামর্শ দিয়েছেন এই বর্ষীয়ান নেতা।
আরও পড়ুন: বাবা-মায়ের পাশেই কবরে সমাহিত দিয়াগো মারাদোনা
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।