fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পরিবারের অন্ধ কুসংস্কারের বলি হলেন বিষধর সাপের ছোবল খাওয়া যুবক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান:  ওঝার কেরামতি ও ঝাড়ফুঁক কোনও কাজেই এল না । প্রাণ গেল চাষের জমিতে ধানকাটার কাজ করাকালীন বিষধর সাপের ছোবল খাওয়া এক খেতমজুরের । মৃতর নাম অলোক দাস (৩০)। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার রামচন্দ্রপুর এলাকায় তার বাড়ি ।  সোমবার কালনা হাসপাতাল পুলিশ মর্গে মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হয় । পুলিশ মৃত্যুর  ঘটনার তদন্ত শুরু করেছে ।

মৃতর আত্মীয় কাজল দাস জানিয়েছেন , রবিবার দুপুরে অলোক সহ পাঁচ বন্ধু মিলে জমিতে ধানগাছ কাটছিল । ওই সময়ে অলোকের পায়ে বিষধর সাপ ছোবল মারে । মৃতর বন্ধু স্বপন পরামাণিক বলেন , ঘটনা ঘটার পরেই তারা অলোককে হাসপাতালে নিয়ে যাবার জন্য অ্যাম্বুলেন্সে খবর দেন । কিন্তু অ্যাম্বুলেন্স আসার জন্য অপেক্ষা না করে পরিবারের লোকজন অলোককে স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যায় । সেখানে ওঝা দীর্ঘক্ষণ ঝাড়ফুক ও নানা কেরামতি করেন । কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়না । ততক্ষুনে অনেকটা সময় পেরিয়ে যায় । অলোকের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে পরিবারের লোকজন অলোককে শ্রীরামপুর গ্রামীন হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

শোকস্তব্ধ অলোকের বন্ধু সুব্রত দাস এদিন বলেন ,কোটি কোটি টাকা খরচ করে জেলায় ও মহকুমায় গড়ে উঠেছে সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসা পরিকাঠামোরও উন্নতি হয়েছে । হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে । কিন্তু আজও অন্ধ কুসংস্কার মুক্ত হতে পারেন নি গ্রামের মানুষজন ।তাঁর বন্ধু অলোককে সেই কুসংস্কারেরই বলি হতে হল ।

Related Articles

Back to top button
Close