পশ্চিমবঙ্গহেডলাইন
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের ত্রাণ বিতরণ
ভাস্করব্রত পতি, তমলুক: সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এটাই সেরা সময়। তাই করোনা পরিস্থিতিতে লকডাউনের সংকটকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রাক্তনীরা। সংশ্লিষ্ট বিভাগের অ্যালমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের মুড়াডাঙ্গা গ্রামে ৮৩টি পরিবারের হাতে আলু, পেঁয়াজ, ডাল, সোয়াবিন, তেল, নুন, চিড়া, সাবান সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রাক্তনীদের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক অধ্যাপক পীযূষ কান্তি জানা, রত্নাকর কুণ্ডু, ড. নকুল মণ্ডল, দূতি সামন্ত, নয়ন প্রতিহার সহ অন্যান্যরা। এই কাজে এগিয়ে আসার জন্য সমস্ত প্রাক্তনীদের ধন্যবাদ জানিয়েছেন সম্পাদক পীযূষ কান্তি জানা।