পশ্চিমবঙ্গহেডলাইন
জলপাইগুড়িতে বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিন পালন প্রাথমিক বিদ্যালয় সংসদের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শনিবার জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবন চত্বরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় তাঁর ২০১ তম জন্মদিবস পালন করা হয়েছে। বিদ্যাসাগরের দ্বিশততম জন্ম বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি হয়। সকাল থেকে তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে উপস্থিত হন বিদ্যাসাগর অনুগামীরা।
এদিন, মাল্যদান করেন কমিটির সম্পাদক অধ্যাপক সৌপায়ন মিত্র, সংস্কৃতিক কর্মী প্রসূন দাশগুপ্ত, তমজিৎ রায়, শিক্ষা আন্দোলনের কর্মী বিপলব ঝাঁ প্রমুখ । মাল্যদান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মানবেন্দ্র ঘোষ, অধ্যাপক রূপন সরকার, কমিটির সম্পাদক সৌপায়ন মিত্র।