কুমারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে তপোবন হোমে বিজয়া সম্মিলনী

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে বিজয়া সম্মিলনী আয়োজিত হল কামাক্ষ্যাগুড়ি তপোবন হোমে। কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার জানান হোমের আবাসিকদের হাতে এদিন তুলে দেওয়া হয় শীত বস্ত্র, বিছানার চাদর ও মশারি।
তিনি বলেন বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে হোমের আবাসিকদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের ও আয়োজন করা হয়। হোমের বিশেষ ভাবে সক্ষম ও মানসিক ভারসাম্যহীন আবাসিকদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে ব্লক প্রশাসন ও খুশি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা আয়োগের সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্য ভুমি রাজস্ব ও উদ্বাস্তু দফতরের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক অনুকুল সরকার, রাজবংশী উন্নয়ন পর্ষদের সদস্য ধীরেশ চন্দ্র রায়, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিপ্লব নার্জিনারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশী হোমের আবাসিকরা এবং হোম কর্তৃপক্ষ।