কৃষি বিলের বিরোধিতা, রাজীব খেলরত্ন ফেরানোর হুঁশিয়ারি দিলেন বিজেন্দ্র সিং

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কৃষি বিল নিয়ে এবার বক্সিং রিঙে নামলেন অলিম্পিক পদক জয়ী বক্সার বিজেন্দ্র সিং। কৃষি বিল প্রত্যাহার না করলে রাজীব খেলরত্ন ফেরানোর হুঁশিয়ারি দিলেন অলিম্পিক জয়ী বক্সার তথা কংগ্রেস নেতা বিজেন্দ্র সিং। ক্রীড়া ক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার রাজীব খেলরত্ন। রবিবার সিংঘুর সেখানে দাঁড়িয়েই কৃষকদের সমর্থন করেন বিজেন্দর, শনিবার যেখান থেকে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন গায়ক–অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। হরিয়ানার বাসিন্দা বিজেন্দর এদিন বলেন, ‘আমি পঞ্জাবে প্রশিক্ষণ নিয়েছি এবং তাঁদের খাবার খেয়েছি। আজ যখন এই ঠান্ডার মধ্যে ওঁরা রয়েছেন, আমি ওঁদের ভাই হিসেবে ওঁদের পাশে দাঁড়াতে এসেছি। হরিয়ানার অন্য খেলোয়াড়রাও আসতেন, কিন্তু ওঁদের চাকরি আছে, ফলে অসুবিধা হতে পারে। ওঁরা বলেছেন, ওঁরা কৃষকদের পাশে আছেন।’
প্রসঙ্গত উল্লেখ্য ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ প্পদক জিতেছিলেন বিজেন্দ্র, এই প্রথম নয় সম্প্রতি ৩ ডিসেম্বর পদ্মবিভূষণ ত্যআগ করেন পঞ্জাবের প্রাক্তণ মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।