fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ গ্রামবাসীদের

শান্তনু চট্টোপাধ্যায়, রায়গঞ্জ:  বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ক্ষুব্ধ গ্রামবাসীরা তালা বন্ধ করে দেয় স্থানীয় পঞ্চায়েত দফতরে। ঘটনাস্থলে গেলে আটকে রাখা হয় রায়গঞ্জ ব্লকের জয়েন্ট বিডিওকে। পরে বিডিও রাজু লামা ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জের ১০ নম্বর মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েত অন্তর্গত দেবীনগর বেলতলা এলাকায়।

বাসিন্দাদের অভিযোগ, দেবীনগর বেলতলা এলাকা থেকে মাড়াইকুড়া পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল দশায় অবস্থায় পরে রয়েছে। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকায় রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হয় না। এর আগেও এই রাস্তা নিয়ে গ্রামবাসীরা পথ অবরোধ করলে প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছিলো। কিন্তু দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও  রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। প্রশাসনিক এই উদাসীনতার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। তালা লাগিয়ে দেওয়া হয় পঞ্চায়েত দফতরে।

[আরও পড়ুন- আন্তর্জাতিক মানের জলদস্যু গ্রেফতার বসিরহাট থেকে]

ঘটনাস্থলে জয়েন্ট বিডিও এসে পৌঁছালে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে প্রশাসনকে রাস্তা সংস্কার করতে হবে।  রাস্তা সংস্কার না হলে আগামীতে ভোট বয়কটের হুঁশিয়ারী দিয়েছেন তারা। অন্যদিকে স্থানীয় তৃনমুল পঞ্চায়েত সদস্যা কনিকা সরকার গ্রামবাসীদের অভিযোগের  সত্যতা স্বীকার করে জানিয়েছেন, রাস্তার অবস্থা দীর্ঘদিন দিন ধরে বেহাল দশায় রয়েছে। পঞ্চায়েতকে বারংবার জানিয়েও রাস্তার কাজ হচ্ছে না। কি কারনে হচ্ছে না তা বুঝতে পারছি না। আমি আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাব। এদিন  পরিস্থিতি উত্তপ্ত  হয়ে উঠলে ঘটনাস্থলে ছুটে আসে বিডিও রাজু লামা। রাস্তা সংস্কারের ব্যাপারে আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

 

Related Articles

Back to top button
Close