পশ্চিমবঙ্গহেডলাইন
আমফানের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করছে তৃণমূল, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের
শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: আমফানের ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা। বসিরহাট মহাকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের গাবতলার ঘটনা। সোমবার দুপুরে শতাধিক গ্রামবাসী আমফানের ক্ষতিপূরণ জন্য হাসনাবাদ ও ভেবিয়া চৌমাথা রাস্তা অবরোধ করেন।
[আরও পড়ুন- করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী]
শতাধিক গ্রামবাসীর হাতে ছিল প্ল্যাকার্ড ও ফেস্টুন। প্রায় ৩০ মিনিট ধরে এই অবরোধ চলে। গ্রামাসীদের দাবি ছিল যে, আমফানের ক্ষতিপূরণের টাকা সময় মতন পাওয়া যাচ্ছে না। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছে না। তাই অবরোধ করতে বাধ্য হয়েছি। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। আমফানের ক্ষতিপূরণের টাকা না দেওয়া হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।