fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

সেতু সারাইয়ের দাবিতে গণ আত্মহত্যার হুমকি গ্রামবাসীদের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সেতু আর রাস্তা সারাইয়ের দাবিতে গণ আত্মহত্যার হুমকি দিল গ্রামবাসীরা। বেহাল রাস্তা এবং সেতু তৈরির দাবিতে উত্তরাখণ্ডের নাকায়াল গ্রামবাসীরা সেতু আর পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভে তাঁরা গণআত্মহত্যার হুমকি দেয়। তাঁদের দাবি, কোনওরকমের প্রাকৃতির দুর্যোগ ঘটলেই মূল শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরাখণ্ডের নাকায়াল গ্রামটির। এই বিষয়ে প্রশাসনকে বারংবার জানিয়েও কোনও লাভ হয়নি।

[আরও পড়ুন- অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলের তলায় ৩ হাজার গ্রাম]

এই হুমকি পাওয়ার পরেই নড়েচড়ে বসেন আধিকারিকরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টাও করেন আধিকারিকরা। কিন্তু নৈনিতাল থেকে ৯ কিলোমিটার দূরে এই গ্রামটিতে পৌঁছাতে তাঁদের বেশ কয়েকঘন্টাই সময় লাগে। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবছরই বর্ষাকালে যাতায়াতের সমস্যা হয়ে যায়। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও উপকার হয়নি। তাই এবার গণ আত্মহত্যার হুমকি দিয়ে বিক্ষোভ কর্মসূচী শুরু করল গ্রামবাসীরা। অবশেষে তাঁদের দাবি মেনে নেয় প্রশাসন। আশ্বাস দেয় যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে।

 

 

Related Articles

Back to top button
Close