পশ্চিমবঙ্গহেডলাইন
মেছো ভেড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব, আহত অনেকে, লুঠ কয়েকলক্ষ টাকার মাছ

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: মেছো ভেড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। বসিরহাট মহকুমা হাড়োয়া থানার মিনাখা ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের পাগলীভেড়ির ঘটনা। ৫০ বছরের ফারাত আলী মোল্লার একটি ২৫০ বিঘার জমির ওপর ভেড়ি আছে। সেখানে রাতে এক ঘণ্টার ওপরে তান্ডব চালায় দুষ্কৃতীরা। এদের সকলের হাতে ছিল আগ্নেয়াস্ত্র।
[আরও পড়ুন- ‘পথশ্রী অভিযান’ উদ্বোধনে এসে দলীয় কর্মীদের হাতে হেনস্থা তৃণমূল বিধায়িকা]
এরা লুটপাট করে কয়েক লক্ষ টাকার মাছ। দুষ্কৃতী দলের অস্ত্রের আঘাতে আহত হন বেশ কয়েকজন মেছোভেড়ির কর্মী। তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মেছোভেড়ি কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে হাড়োয়া থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।