এই বছর ভার্চুয়ালি অষ্টমীর অঞ্জলী, কখন মহাঅষ্টমীর অঞ্জলি? এক ঝলকে নির্ঘণ্ট

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে হাইকোর্টের নির্দেশমত এবছর ভার্চুয়ালি অষ্টমীর অঞ্জলী ব্যবস্থা করা হয়েছে। শনিবার কখন হবে অষ্টমীর অঞ্জলী? পুজোর নির্ঘন্ট কি?
দেখে নেওয়া যাক এক ঝলকে।
২৪ অক্টোবর শনিবার এবারের মহাঅষ্টমী। বাংলা মতে ৭ কার্তিক ১৪২৭ অনুষ্ঠিত হবে মহাঅষ্টমী। অষ্টমীর পুজো সকাল ৭.০৭ মিনিটে শুরু হয়ে সকাল ৯.২৮ মিনিট পর্যন্ত চলবে। বীরাষ্টমী ব্রত সাঙ্গ করতে হবে সকাল ৯.২৮ মিনিটের মধ্যে। সন্ধি পুজো শুরু হবে সকালে ১১টায়, চলবে ১১.৪৮ মিনিট পর্যন্ত।
মহাঅষ্টমীতে সূর্যোদয় সকাল ৫.৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৫.০২ মিনিটে। পূর্বাহ্ণ চলবে সকাল ৯.২৮ মিনিট পর্যন্ত। আগের দিন সকাল ১১.৫৭ মিনিটে পড়বে মহাঅষ্টমী এবং তা ছেড়ে যাবে সেদিন সকাল ১১.২৪ মিনিটে।
সপ্তমীর দিন শহর ও রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। এবছর পুজো একটু অন্যরকম ভাবেই হচ্ছে। করোনা আবহে এই বছর প্যান্ডেল হপিং সেইভাবে হয়নি৷ কিন্তু মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার নিয়ে অনেককে প্যান্ডেলের বাইরে দেখা গিয়েছে।