fbpx
বিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

ভোডাফোন-আইডিয়া জুড়ে যাওয়ার পরই চমক, ZEE 5 ফ্রি সাবস্ক্রিপশানের সঙ্গে Vi-এর নতুন অফার!

মনোজিৎ মালাকার, কলকাতা: ভোডাফোন আইডিয়ার নতুন টেলিকম কোম্পানি Vi(together for Tomorrow) নিয়ে এল নতুন এক OTT অফার প্ল্যান। মাত্র ৪০৫ টাকার রিচার্জে পাওয়া যাবে ১ বছরের জন্য Zee5 এর সাবস্ক্রিপশন, এছাড়াও থাকছে ৯০ জিবি 2G/3G/4G ডেটা, আনলিমিটেড কল, ১০০টি করে দৈনিক এসএমএস। বৈধতা থাকবে ২৮দিনের জন্য। শুধু তাই নয় থাকছে ১২৫ টাকার বোনাস ক্যাশ MPL অ্যাপে এবং ৭৫টাকা ছাড় মিলবে Zomato-য়।

 

আইপিএলে MPL- এ খেলা সহ ওয়েব সিরিজের বাজার ধরতে এই প্ল্যান আনলো Vi, যার ফলে তাদের মূল প্রতিপক্ষ জিওকে বেশ টেক্কা দেবে বলে মনে করছে অনেকেই। Vi-এর এক আধিকারিক বলেন, এই প্ল্যান গ্রাহকদের নতুন নতুন ওয়েব সিরিজের বাজার অনেকটাই ভালো করবে। প্রসঙ্গত, করোনার জেরে সমস্ত সিনেমা হল গুলি বন্ধ রয়েছে। যার ফলে সিনেপ্রেমী মানুষেরা ইচ্ছে থাকলেও হলমুখী হতে পারছেন না। যে সকল সুবিধাগুলি এই প্ল্যানের অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও বেশ সুবিধাজনক বলেও দাবি জানিয়েছেন ওই আধিকারিক।

আরও পড়ুন: তাজমহলকে ভগবান শিবের মন্দির “তেজো মহালয়” বলে দাবি পুরীর শঙ্করাচার্য নিসচালানন্দ সরস্বতী

Related Articles

Back to top button
Close