ভিসা নীতি লঘু হলেও এখনই মিলবে না ভারতের টুরিস্ট ভিসা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে সেই ১১ মার্চ সমস্ত ভিসা দেওয়া স্থগিত করে দিয়েছিল কেন্দ্র। নতুন করে মেয়াদও বাড়ায়নি। অবশেষে সেই ভিসা নীতি লঘু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এখনই বিদেশ থেকে এদেশে ভ্রমণ করতে আসা যাবে না। তবে অন্য যে কোনও কাজে ভারতে আসতে পারবেন প্রবাসী, ভারতীয় বংশোদ্ভুত এবং বিদেশিরা। পড়াশোনা, চাকরি, চিকিৎসা, ব্যবসা, সম্মেলন, গবেষণার কাজে তাঁরা এদেশে আসতে পারবেন।
জল বা আকাশ পথে তাঁরা এদেশে আসতে পারবেন। বন্দে ভারত অভিযানের বিমানে চেপেও আসতে পারবেন। এদেশে প্রবেশের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা কোভিড বিধি তাঁদের অবশ্যই মানতে হবে। কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
পাশাপাশি এও জানিয়েছে, যাঁদের কাছে ইসিমধ্যে ভিসা রয়েছে, তাঁদের ভিসাও কার্যকর করা হবে। তবে ইলেক্ট্রনিক ভিসা, পর্যটন ভিসা, মেডিক্যাল ভিসা এই আওতায় পড়বে না। যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁরা ফের ভারতীয় দূতাবাসে ভিসার আবেদন করতে পারবেন। এদেশে চিকিৎসার জন্য আসতে আগ্রহী বিদেশিরাও মেডিক্যাল ভিসার জন্য ফের আবেদন করতে পারবেন।