fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

“পেটে ভাত মুখে হাসি” কর্মসূচি রূপায়নে “বিবেকানন্দ-নিবেদিতা ফাউন্ডেশন”

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট : লকডাউন পরবর্তী ৩১ তম কর্মসূচি রূপায়নে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “বিবেকানন্দ-নিবেদিতা ফাউন্ডেশন”(রেজিস্ট্রেশন নম্বর iv-190307251/2017)। চাকদাহ থানার রামচন্দ্রপুর গ্ৰামের রায়পাড়াতে গতকাল এই কর্মসূচি রূপায়নে ৩৭৫ টি পরিবারের মধ্যে রান্না করা খাবার তুলে দেয় প্রতিষ্ঠানটি।

 

এদিনের মধ্যাহ্নকালিন খাবারের মেনুতে প্রাধান্য পেয়েছিল,ভাতের সঙ্গে পাঁপড়,মুড়িঘন্ট সহ ডিম-আলুর ঝোল।করোনা আবহে রাজ্যে লকডাউন বলবৎ হওয়ার পর থেকে নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেও আজকের দিন পর্যন্ত রানাঘাট রাবনবোড় হরধামের এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি মোট ২০৬৫ জন পরিবারের মধ্যে এই পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।এই মহতী কর্মদ্দোগকে আগামীতে ধারাবাহিক ভাবে এগিয়ে নেওয়ার লক্ষে সমাজের সর্বস্তরের নাগরিক বৃন্দের সহযোগিতা প্রার্থনা করেছে এই প্রতিষ্ঠান।

        আরও পড়ুন: এবার শীঘ্রই রাফাল যুদ্ধবিমান চালাবেন এই ভারতীয় মহিলা পাইলট

দেশের এই সংকটময় পরিস্থিতিতে করোনা অতিমারি আবহে কোন সহৃদয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়ালে চাইলে,সেই অনুদান সানন্দে গ্রহনে আগ্ৰহী, স্বেচ্ছাসেবী সংগঠন “বিবেকানন্দ- নিবেদিতা ফাউন্ডেশন”।

Related Articles

Back to top button
Close