যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে যখন করোনা ভাইরাসের প্রকোপ এ চারদিকে মৃত্যু হচ্ছে ঠিক তখনই ভাইজাক গ্যাস লিক দুর্ঘটনায় জেরে ফের আতঙ্ক ছড়ানো দেশজুড়ে। বৃহস্পতিবার সকালে গ্যস দুর্ঘটনায় মৃত্যু হল ১০ জনের। ৩০০ জন হাসপাতালে৷ কমপক্ষে পাঁচ হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক৷ এ দিন যে গ্যাসটি পলিমার কারখানা লিক হয়ে এই ভয়াবহ বিপর্যয় ঘটল, সেই গ্যাসটির নাম কি? গ্যাসটি শরীরে কী ক্ষতি করে?
কি হয় এই গ্যাস নাকে ঢুকলে? প্রথমেই শুরু হয় গা বমি৷ তারপরেই শরীরে এলিয়ে যায়৷ অচৈতন্য করে দেয় মুহূর্তে৷ তত্ক্ষণাত্ সংশ্লিষ্ট ব্যক্তির চিকিত্সা না-হলে মৃত্যুই ভবিতব্য৷
স্টাইরিন কী কাজে লাগে? ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য অনুযায়ী, ইনসুলেশন, পাইপ, গাড়ির যন্ত্রাংশ, প্রিন্টিং কার্টরিজেস, কপি মেশিন টোনার, ফউড কন্টেনার, প্যাকেজিং মেটেরিয়াল, কার্পেট ব্যাকিং, ব্যাগ, জুতো, খেলনা, মেঝে পালিশ করার রাসায়নিক তৈরিতে কাজে লাগে৷ এমনকী সিগারেটের ধোঁয়া ও গাড়ির ধোঁয়াতেও স্টাইরিন থাকে৷