‘ইউক্রেন আক্রমণের জন্য ভ্লাদিমির পুতিন একাই দায়ী, এর মূল্য চোকাতে হবে রাশিয়াকে’: জো বাইডেন

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশে এবার কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ‘পুতিন’ কে একজন স্বৈরাচারী শাসক বলে উল্লেখ করে বলেছেন ‘স্বৈরশাসকদের যখন কোনও মূল্য পরিশোধ করতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা তৈরি করে।মঙ্গলবার সকালে দেওয়া বার্ষিক স্টেট অব দি ইউনিয়ন ভাষণে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, ‘ইউক্রেন আক্রমণের জন্য ভ্লাদিমির পুতিন একাই দায়ী। তার জন্য রাশিয়াকে এর মূল্য চোকাতে হবে। রাশিয়ার ‘পূর্বপরিকল্পিত এবং অপ্রস্তুত’ আক্রমণের নিন্দা করে তিনি যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো ‘স্বাধীনতাপ্রেমী দেশগুলোর’ জোটকে সমর্থন করেন। তিনি বলেন, ‘পুতিন ভুল করেছেন। আমরা প্রস্তুত ছিলাম। ’
ভাষণে বাইডেন বলেছেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করবে এবং এর অর্থনীতিতে চাপ আরও বাড়বে। তিনি উল্লেখ করেন, রাশিয়ার মুদ্রা রুবল এবং দেশটির স্টক মার্কেট ইতিমধ্যে যথাক্রমে তাদের মূল্যের ৩০% ও ৪০% হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নিজের দেশের নাগরিকদের ইউক্রেনীয় জনগণের ‘লৌহকঠিন সংকল্প’ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘পুতিন ট্যাংক নিয়ে কিয়েভকে ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি ইউক্রেনের মানুষের মনে জায়গা নিতে পারবে না’।
বাইডেন বলেন, পুতিন আসলে যুদ্ধ ঘোষণা করে, বিশ্বের ভিতকে নাড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটা তার ভুল সিদ্ধান্ত ছিল।