‘উঠল আওয়াজ বঙ্গে, খুনি ধর্ষণকারি মাফিয়া, কাটমানি খোর ও চাল চোররা দিদির সঙ্গে’: লকেট

তাপস মণ্ডল, হুগলি: ‘উঠল আওয়াজ বঙ্গে খুনি ধর্ষণকারী মাফিয়া ও চাল চোররা দিদির সঙ্গে’। বুধবার চুঁচুড়ায় থানা ঘেড়াও কর্মসূচিতে এসে এই নয়া শ্লোগান তুললেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি চুঁচুড়ায় এক নাবালকের বিরুদ্ধে একটি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এদিন সেই ঘটনার প্রতিবাদে চুঁচুড়া থানা ঘেড়াও করেন বিজেপির নেতা কর্মীরা। সেই আন্দোলনে হাজির হয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার। এই প্রকল্পকে কটাক্ষ করে বলেন, দুয়ারে দুয়ারে চাল চোর, ডাল চোররা যাবে। আপনারা সাবধান থাকবেন। পারলে দরজা বন্ধ করে রাখবেন। না হলে চোরেরা সব চুরি করে নিয়ে যাবে।
এরপরই এদিন লকেট চট্টোপাধ্যায় মাইক ফুঁকে বলেন, ‘শেষ দশ বছরে সরকার মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার কথা মনে ছিল না। হঠাৎ তাদের মানুষের কথা মনে পড়ে গিয়েছে। সরকার দুয়ারে দুয়ারে গিয়ে বলবেন, আমরা চাল চুরি করেছি। ডাল চুরি করেছি। আমফানের কাটমানি খেয়েছি। করোনার কাটমানি খেয়েছি?
এদিন চুঁচুড়ায় ধর্ষণের প্রসঙ্গ টেনে লকেট বলেন, ‘বাংলায় পুলিশ ও তৃণমূল হাত মিলিয়ে ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছেন। চুঁচুড়ায় ধর্ষক যদি শাস্তি না পায় তবে আগামী দিনে আমারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। যদিও পুলিশ জানিয়েছে, ধর্ষণের একটি অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে’।