বিভিন্ন ক্ষেত্রে কৃতি মহিলাদের সম্মাননা প্রদান স্বেচ্ছাসেবী সংগঠনের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন শব্দ’র পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হল বিভিন্ন ক্ষেত্রে কৃতি মহিলাদের। বৃহস্পতিবার আলিপুরদুয়ার শহরের একটি হল ঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা জ্ঞাপন করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালীন সময়ে সংস্থার পক্ষ থেকে অন লাইনে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন , প্রবন্ধ রচনা প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস এখন, খুচরো ১ টাকা ২ টাকার কয়েন, বাজারে আর চলছে না: কাশেম আলি
প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী মহিলাদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছেন তাদের এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতি মহিলাদের এদিন পুষ্প স্তবক, উত্তরীয়, ও ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন পৌরপতি দীপ্ত চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিগণ।