আজ ত্রিপুরায় চার উপ নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ, বুথে বুথে কড়া নিরাপত্তা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আজ ত্রিপুরায় চার উপ নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণ। দুদিন আগেই এই নির্বাচন নিয়ে জোর কদমে প্রচার চালিয়ে গেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই দিন মাহেন্দ্রক্ষণ। বুথে বুথে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে। রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে আগরতলা কেন্দ্রে ছয় জন, টাউন বরদোয়ালি কেন্দ্রে ছয় জন এবং সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে ৫ জন করে প্রার্থী।
আগরতলা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই ও নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রেই রয়েছেন হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এবং বিজেপির অশোক সিনহা। টাউন বরদোয়ালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই ও নির্দল প্রার্থীর মধ্যে লড়াই হবে। এই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কংগ্রেসের প্রার্থী আশিস সাহা৷